Breaking News

Educative Site (GN)ইত্যাদি

[h2]Welcome to TipsGor.Ga[/h2]
আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
আমিও ভাল আছি।করন যারা টিপস সাথে
থাকে তারা ভালই থাকে।
কলেজের পড়া নিয়ে ব্যাস্ত থাকার
কারনে টিপসঘর এ পোস্ট করার সময়
খুব একটা পাইনা। যারা  কমার্স নিয়েছে তারা
ঠিক বুঝতে পারছে। যাই হোক নিওমিত
TipsGor.Ga ঠিক ভিজিট করি।
কিছু দিন দেখা গেল তেমন মানসম্মত
পোস্ট হলোই না।
এখন দিনে দু- একটা মানসম্মত পোস্ট
দেখতে পাচ্ছি।
তো আজাইরা প্যাচাল পাইরা আর সময় নস্ট
করব না।
[b]# চলুন কাজে কথায় আসা যাক।[/b]
আজ আমি শেখাব কিভাবে কোন
কোডিং ছারাই একটি সম্পুর্ন ব্লগ সাইট
বানাতে হয় ।
সাইট সম্পুর্ন করার পুরোপুরি টিউটেরিয়াল
দিব। সাইনআপ থেকে শুরু করে
ডোমেইন পার্কিং পর্যন্ত ।
<u># আজ দেখাব শুধু সাইন আপ </u>
প্রথমে এই লিংকে থেকে সাইন আপ
করতে পারেন
[url=http://
www.blogger.com]Blogger.com[/url]
স্ক্রিনসট অনুযায়ি Create a blog এ ক্লিক
করুন। image[img id=485645]এরপর
ইমেল এড্রেস এর বক্রে ইমেইল
এড্রেস টাইপ করে Next এ ক্লিক করুন।
image[img id=485646]এখন ইমেইল
এর পাসওয়ার্ড দিন এবং Next এ ক্লিক করুন
। image[img id=485647]এর পর ইমেইল
ভেরিফিকেশন এর যে কাজ গুলো
আছে তা নিশ্চই শিখিয়ে দিতে হবে না ।
যাই হোক ভেরিফাই এর পর এরকম
দেখতে পাবেন। তখন Continuas as
Blogger এ ক্লিক করুন। imege[img
id=485648]এবার Got it এ ক্লিক করুন।
image[img id=485649]দেখুন ব্লগার
একাউন্ট কমপ্লিট।image[img
id=485650]পরবর্তি পর্বে সাইট তৈরি করা
নিয়ে পোস্ট করব। ততক্ষন টিপসঘর এর
সাথেই থাকুন। আগামি পর্ব পেতে একটু
বেশি অপেক্ষা করা লাগতে পারে। কারন
কলেজে নিয়মিত ক্লাস চলছে।
[h2]কোনো ভুল ত্রুটি থাকলে
দেখিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন
থাকলে করতে পারেন।[/h2]

No comments